Jukti Takko: রাজনীতির মধ্যে নীতি ফিরিয়ে আনতে এই সংশোধনী : তরুণজ্যোতি তিওয়ারি
ABP Ananda | 28 Aug 2025 08:55 AM (IST)
Jukrti Takko: 'যাঁরা ভারতবর্ষের সংবিধান বানিয়েছিলেন, তাঁরা ভেবেছিলেন রাজনীতির নীতি বরাবর থাকবে। তাঁরা ভবনেছিলেন রাজনীতি এত নিম্নমানে কোনওদিন যাবে না। কেজরিওয়াল বারবার জেলে যাওয়া সত্ত্ব পদত্যাগ করেননি। ১৩০ তম সংশোধনী আইনের উদ্দেশ্য হল মোরালিটি। আমরা পদত্যাগ করব না, এটা নিয়ম হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী থেকে পিওন, সবার জন্য আইন সমান হওয়া উচিত। একজন মন্ত্রী জেলে গেলে বাড়তি সুবিধা কেন পাবে ? ২০২১ সালে TMC ভোটে জিতেছিল। মুখ্যমন্ত্রী হারার পরেও সরকার গঠন হয়েছিল। মুখ্যমন্ত্রী জেলে গেলে যদি পদ চলেও যায়, তারপর মুক্ত হলেও আবার পদে আসতে পারবেন। সরকারি কর্মচারী জেলে গেলে বেল পাওয়ার পর তার সাসপেনশন তুলে নেওয়া হয়। রাজনীতির মধ্যে নীতি ফিরিয়ে আনতে এই সংশোধনী', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন তরুণজ্যোতি তিওয়ারি।