Jukti Takko :'এটা মনে হয় একটা পরিকল্পিত বিষয়,' কোন প্রসঙ্গে বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস?
ABP Ananda | 28 Aug 2025 07:38 PM (IST)
ABP Ananda LIVE : 'এজেন্সির ফাঁসে বিধায়ক থেকে মন্ত্রী, ১২৯ টি সংশোধনের মধ্য়ে তার মধ্য়ে কিছু উল্লেখযোগ্য, এটা মনে হয় একটা পরিকল্পিত বিষয়, কেন এই বিল এটা বুঝতে হবে, কারণ এই বিলটা যদি পাস হয়, একটা নৈতিক মানদন্ড পাল্টে যাবে...আইনী ব্যবস্থাতেই বা কেন এত অনাস্থা ? পুরো বিষয়টা আগে কেন হয়নি ? যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল তখন বোধ হয় কারও কল্পনাতেও আসেনি যে এরকম কেউ করতে পারে । জওহরলাল নেহেরুর সময় বড় বড় মন্ত্রীরা আসন ছেড়ে দিয়েছিলেন। এটা সবাই জানে বড় কোনও ঘটনা ঘটলে নৈতিক কারণে আসন ছেড়ে দিতে হয়...কেন্দ্রীয় করকার গুছিয়ে খেলছে, অনেক গুলো রাজ্য আছে যেখানে কেন্দ্রীয় শাসক দল নেই...আমাদের রাজ্যের দলের মধ্য়েও একটা অন্তর্বর্তী দ্বন্দ্ব আছে...', যুক্তি-তক্কো অনুষ্ঠানে সংবিধান সংশোধনী বিল প্রসঙ্গে আর কী বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ।