Jukti-Takko: ‘বাবা-মাও কিন্তু দায় এড়িয়ে যেতে পারেন না’, দেবাঞ্জনকাণ্ডে প্রতিক্রিয়া আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'একদিকে ভ্যাকসিনে জালিয়াতির জাল, অন্যদিকে যুযুধান রাজ্য-রাজ্যপাল। হতবাক জনতার পুড়ল কপাল', প্রসঙ্গে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় (Jayanta Narayan Chatterjee) বলেন, “এটা বাংলা তথা দেশের দুর্ভাগ্য, যে ছেলেরা একটু চেষ্টা করলে ভালো হতে পারত, তারাই কুখ্যাত ক্রিমিনালে পরিণত হয়। যে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে এই ছেলেটি জাল নথি থেকে মানুষ মারার কল তৈরি করেছে, সেই পরিশ্রম ও বুদ্ধিমত্তা যদি সে ছাত্রজীবনে ব্যবহার করত তবে সে সত্যিকারের আইএএস (IAS) হতে পারত। আমাদের দুর্ভাগ্য যে একাধিক বাঙালি আইএএসকে নিয়ে গত কয়েকবছরে যা আলোচনা হয়েছে, তার থেকে গত কয়েকদিনে জাল আইএএসকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। এই ছেলেটির গান শুনে মনে হয়েছিল, ছেলেটি স্বপ্ন দেখতে পারে কিন্তু সঠিক পথে চালিত না হওয়ার দরুন তা হয়নি। বাবা-মায়ের চোখ কী করে এড়িয়ে গেল যে তাঁদের ছেলে নীল বাতি দেওয়া গাড়িতে ঘুরছে? বাড়ির নেমপ্লেটে ভুয়ো আইএএস পরিচয়? তাঁদের কি বলা উচিত ছিল না যে তুই আইএএস নোস? বাবা-মাও কিন্তু এই দায় এড়িয়ে যেতে পারেন না।“