Jukti Takko: 'মৃতদেহ সৎকার হয়ে গেলেই পুলিশ বা CBI-এর দায়িত্ব শেষ?'প্রশ্ন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের
ABP Ananda | 31 Jan 2025 10:14 PM (IST)
Jukti Takko: ৯ই আগস্টের পরে কারও সঙ্গে দেখা হলে আমাকে তাঁরা জিজ্ঞাসা করতেন জয়ন্তবাবু কিছু কি হবে? আর এখন দেখা হলে হতাশ হয়ে বলেন জয়ন্তবাবু কিছুই তো হল না। আমি প্রথম থেকে তাদের বোঝাতাম মামলা বা তদন্ত যেখানে আছে এখন থেকে তদন্তকারীদের পক্ষে অপরাধীদের ধরা অসম্ভব নয়। আমি বিশ্বাস করি মৃতদেহ কথা বলে। একটা মৃতদেহ দেখলে বুঝি কতজন তাকে আক্রমণ করেছিল বা কীভাবে আক্রমণ হয়েছিল? মৃতদেহ সৎকার হয়ে গেলেই পুলিশ বা সিবিআইয়ের দায়িত্ব শেষ? ডিটেলে তদন্ত করতে চাইলে পুলিশ বা সিবিআই তদন্ত করতে পারত। সঞ্জয় রায় ছাড়াও অন্য কোন অপরাধীকে গ্রেফতার করা যেত।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়? ABP Ananda Live