Jukti Takko: তৃণমূল SIR-এর বিরুদ্ধে নয়, পক্ষে। তৃণমূল বলেছে একটা বৈধ ভোটারও যেন বাদ না যায়: সমীর
ABP Ananda Live: 'তৃণমূল SIR-এর বিরুদ্ধে নয়, পক্ষে। তৃণমূল বলেছে একটা বৈধ ভোটারও যেন বাদ না যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীSIR-কে বলছেন রক্তপাতহীন গণহত্যা। ভারতবর্ষের সীমান্তরক্ষী বাহিনী কী করছে? পহেলগাঁওয়ে কেন কাঁটাতার দিতে পারেননি অমিত শাহ? সব জায়গায় গিয়ে অমিত শহা বলেন 'ঘুসপেটায়া'। মনমোহন সিংহের সরকার ৮২ হাজার অনুপ্রবেশকারীকে বের করেছিল। মোদি ১০ বছরে ৩ হাজার অনুপ্রবেশকারীকে বের করেছেন'। বললেন সমীর চক্রবর্তী।
অ্যাডজাঙ্কট প্রফেসার পদে শান্তা দত্ত দে-র নিয়োগে প্রশ্ন সিন্ডিকেটের, ডিনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের
প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা-সংঘাত, প্রাক্তনী হতেই নিয়োগ-প্রশ্ন সিন্ডিকেটে! অ্যাডজাঙ্কট প্রফেসার পদে শান্তা দত্ত দে-র নিয়োগে প্রশ্ন সিন্ডিকেটের। প্রাক্তন উপাচার্যের নিয়োগ নিয়ে প্রশ্ন সিন্ডিকেটের বৈঠকে। প্রাক্তন উপাচার্যের অ্যাডজাঙ্কট প্রফেসার পদ নিয়ে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। সিন্ডিকেট বৈঠকেই প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দে-কে নিয়ে আলোচনা। অনুমোদন ছাড়াই প্রাক্তন উপাচার্য পড়াচ্ছেন, দাবি বিশ্ববিদ্যালয়ের।'নিয়োগপত্র পাওয়ার পরেও প্রত্যাহার করেছেন নিজেই', ডিনকে বিষয়টা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের। 'আলোচনা হল, কমিটি তৈরি করে রিপোর্ট দেবে সিন্ডিকেটের কাছে', দাবি উচ্চশিক্ষা সংসদের সিন্ডিকেট প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্রের। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে উপাচার্যকে বেলাগাম আক্রমণ TMCP-র। সংঘাতের পরেও প্রতিষ্ঠা দিবসের দিনই পরীক্ষা হয় বিশ্ববিদ্যালয়ে। 'আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনেক কাজ করেছি।