Jukti Takko: যে সাহায্য কাসভ ভারতে পেয়েছে, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ পাবে না ?: স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: "বাংলাদেশের পরিস্থিতিতে আমরা অবাক পৃথিবীর সামনাসামনি । হিন্দুদেরকে বাধ্য করা হচ্ছে ইসলামে রুপান্তরিত করার । মঠ মন্দির আক্রান্ত, চিন্ময়কৃষ্ণ জেলে । রাষ্ট্রপুঞ্জের কাছে বলার চেষ্টা হবে নিজের ইচ্ছায় রপান্তরিত । যে সাহায্য কাসভ ভারতে পেয়েছে, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ পাবে না ।জাতীয় সঙ্গীতটা নাকি বাংলাদেশে বাতিল করতে হবে", যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে মন্তব্য করলেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ
আরও খবর...
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
জঙ্গি সংগঠন আলকায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা'। কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রাদি নামে আরও এক জঙ্গি। ধৃত শাদ রাদি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু, নভেম্বরে ভারতে পাঠানো হয় মহম্মদ শাদ রাদিকে। জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার প্রধান, জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ মহম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ।