Jukti-Tokko: নতুন ছাত্র ভর্তি করেই শিক্ষক গাইডের অধীনে দিতে হবে: নজরুল ইসলাম
ABP Ananda | 26 Aug 2023 03:04 PM (IST)
নতুন ছাত্র ভর্তি করেই শিক্ষক গাইডের অধীনে দিতে হবে, সেই গাইড সমস্ত খবর নেবেন। নতুনদের আলাদা হস্টেলে রাখতে হবে। বললেন প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম।