Jukti Takko (পর্ব ২): ওপারে হিন্দুু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে, রাজনীতি সেঁকে রুটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ওপারে হিন্দুু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে, রাজনীতি সেঁকে রুটি। বক্তা- মোহিত রায়, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, বাকিবিল্লাহ মোল্লা, স্বামী পরমাত্মানন্দ, সুমন বন্দ্যোপাধ্যায়, কেয়া ঘোষ, পবিত্র সরকার।
আরও খবর, ৩ বছর পর অবশেষে নতুন বছরের শুরুতেই খুলে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক। পুরসভা সূত্রে খবর, জানুয়ারির গোড়াতে শহরের নতুন এই আকাশপথের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবার আর কালীঘাট মন্দিরে যেতে পেরোতে হবে না ঘিঞ্জি এলাকা...কার্যত আকাশপথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যাবে মায়ের কাছে। নতুন বছরের শুরুতেই কলকাতা তথা রাজ্যবাসীকে নতুন উপহার দিতে চলেছে কলকাতা পুরসভা। জানুয়ারিতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। পুরসভা সূত্রে খবর, নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজ শেষের পর এখন চলছে ফিনিশিং টাচ। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৫০০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকে ৫টি গেট থাকলেও, মূল প্রবেশদ্বার ২টি। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের দরজায় নীলসাদা আলোর মাধ্যমে ফুটে উঠবে কালীঘাট মন্দির। অন্যদিকে গুরুপদ হালদার রোডের দিকের প্রবেশপথে আলোর খেলায় উদ্ভাসিত হবে মাতৃপ্রতিমা। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে কালীঘাট স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে ৮০ কোটি টাকা। যার কাজ শুরু হওয়ার ৩ বছর পর হতে চলেছে উদ্বোধন।