Jukti Tokko পর্ব ২ (31.05.24):ভোটের মঞ্চে দাপায় হিংসা, আকাশ-বাতাসে কুকথার ধোঁয়া রেহাই মেলে না সাধু-সন্তেরও, কী করে এড়াই এ বিষের ছোঁয়া?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLok Sabha Elections 2024: ভোটের মঞ্চে দাপায় হিংসা, আকাশ-বাতাসে কুকথার ধোঁয়া। রেহাই মেলে না সাধু-সন্তেরও, কী করে এড়াই এ বিষের ছোঁয়া? যুক্তি-তক্কো
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ইসকন। ভোটের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল সাধুসন্তদের একাংশ। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সরব হয়েছিলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। তা নিয়েও আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল। নির্বাচন চলাকালীন ইস্য়ু হয়ে উঠেছিল সাধু-সংঘাতও। সন্ন্য়াসীদের একাংশকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে তোলপাড় চলছিলই...মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। দিনকয়েক আগে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে কাকদ্বীপ,উত্তরবঙ্গের শিলিগুড়িতে পথে নেমে প্রতিবাদে সরব হয়েছিলেন গেরুয়াবসনধারীরা। এই প্রসঙ্গে যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে কী বললেন অতিথিরা?