Kunal Ghosh : 'বিভিন্ন গল্প ফেঁদে অতীত ভুলিয়ে দেওয়ার চেষ্টা' রেশন দুর্নীতিতে আক্রমণ কুণালের। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
04 Nov 2023 05:02 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppJutki Tokko : কেউ দুর্নীতিতে যুক্ত তদন্তে প্রমাণ হলে শাস্তি হবে, তার আগে বিভিন্ন গল্প ফেঁদে অতীত ভুলিয়ে দেওয়ার চেষ্টা, অন্য রাজ্যের পরিস্থিতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, বাংলা যে ভাল আছে, সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যুক্তি-তক্কো অনুষ্ঠানে রেশন দুর্নীতি বন্টন দুর্নীতি তদন্তে বিরোধীদের আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের।
“দুর্নীতির রেশন-দোকানে নাকি চোরেদের ভিড়!/মমতা বলেন, "এসব আসলে কলকাঠি বিজেপির”/ জালে জড়ালেন জ্যোতিপ্রিয়, ED গেল দরজায়,/ তদন্ত হবে? নাকি পুরোটাই শেষ হবে তরজায়?” ছিল সভার বিষয়।