দেখুন: কাটতে হবে না গাছ, সময় বাঁচাতে বিশেষ প্রক্রিয়ায় কাজ শুরু দমকলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2020 05:28 PM (IST)
গাছ পড়ে আর আটকে থাকবে না রাস্তা, দমকলের কাছে গাছ কাটার নয়া বিকল্প হাইড্রোলিক ক্রেন, যা ব্যবহার করে রাস্তায় পড়ে থাকা গাছ তুলে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তার এক পাশে| গাছকাটার মতো সময় সাপেক্ষ নয় এই প্রক্রিয়া বলেই দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর|