আয়লায় রাজ্যকে সাহায্য না করার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিল তৃণমূল, আমরা সমস্ত শক্তি দিয়েই মানুষের পাশে থাকব: সুজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2020 05:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রশাসনে এখন যুদ্ধকালীন তৎপরতা। এর আগে গতবছর দুটি ঘূর্ণিঝড় দেখেছে বাংলা। গতবছর নভেম্বর মাসে এসেছিল ঘূর্ণিঝড় বুলবুল। যার প্রভাবে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় রাজ্যে। গত বছরেরই মে মাসে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে অবশ্য সবচেয়ে বেশি দেখা গিয়েছিল ওড়িশায়। তবে স্থলভূমিতে আছড়ে পড়ার আগে যথেষ্টই দুর্বল হয়ে পড়েছিল ফণী। ২০০৯-এ ঘূর্ণিঝড় আয়লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যের উপকূল অঞ্চলে। মে মাসের ওই ঘূর্ণিঝড়ে ভারত ও বাংলাদেশ মিলিয়ে ৩৩৯ জনের মৃত্যু হয়েছিল।