তৃণমূল বিধায়ক খুনে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2020 12:00 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। আজ ভবানী ভবনে যান বিজেপি নেতা। এর আগে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠায় সিআইডি। দিল্লিতে জরুরি বৈঠকে যাওয়ায়, ওইদিন যেতে পারছেন না জানিয়ে, আইনজীবীর মারফত সিআইডি-কে চিঠি পাঠান বিজেপি নেতা। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠায় সিআইডি। এরপর আজ নির্দিষ্ট সময়ের কুড়ি মিনিট আগেই ভবানী ভবনে সিআইডি দফতরে হাজির হন মুকুল রায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি-র হোমিসাইড শাখা।