করোনা-যুদ্ধ: সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মধ্যমগ্রামের কাউন্সিলর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2020 04:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
করোনা উদ্বেগের মধ্যেই স্বস্তির খবর। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মধ্যমগ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরবিন্দ মিত্র। সত্তরোর্ধ্ব ওই কাউন্সিলর গত ২২ মার্চ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সুস্থ হয়ে আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই কাউন্সিলর। তাঁকে ১৯ দিন হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। সকলকে সাবধানতা অবলম্বন ও চিকিত্সকদের পরামর্শ মেনে চলার অনুরোধ করেছেন ওই কাউন্সিলর।