ABP News

Delhi New CM: আম আদমি পার্টিকে হারিয়ে, ফের দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda live: আম আদমি পার্টিকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু, ভোটে জেতার পর ১১ দিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর ফ্রান্স ও আমেরিকা সফরের জন্য এই বাছাই-প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানা যায়। স্বভাবতই ভেসে আসছিল একাধিক নাম। অবশেষে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা (Rekha Gupta to be Delhi's New CM)। এদিনই দিল্লি বিজেপির পরিষদীয় দল তাঁকে নেত্রীর হিসাবে বেছে নেয়। এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করা হয়েছে । কালই তিনি শপথ নেবেন বলে খবর।

 

সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ

সোনার গয়না হাতাতে ডাকাতির সাজানো অভিযোগ! সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে মিথ্যা অভিযোগের পর্দাফাঁস। রিজেন্ট পার্কে লুঠপাটের অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলাই গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে গৃহকর্ত্রীর জামাইবাবুকেও। পুলিশ সূত্রে খবর, সোনার গয়না হাতাতেই ডাকাতির গপ্পো ফেঁদেছিলেন ম্যুর অ্যাভিনিউর বাসিন্দা সোনালি বিশ্বাস। জিজ্ঞাসাবাদে সেকথা স্বীকারও করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দরজা দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। ছাদ দিয়েও কেউ ঘরে ঢোকেনি, তাতেই সন্দেহ বেড়ে যায় তদন্তকারীদের। দুষ্কৃতীদের চেহারা সম্পর্কে জানতে অভিযোগকারিণীর বর্ণনা শুনে তিনবার স্কেচ করানো হয়, খবর পুলিশ সূত্রে। মহিলা ৩ বার ৩ রকম বর্ণনা দেন, দুষ্কৃতীদের স্কেচও তিন রকমের হয়, খবর পুলিশ সূত্রে। জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে দেড়শো গ্রামের সোনার গয়না সরিয়ে ফেলেছেন মহিলা। তা খোয়া গেছে প্রমাণ করতেই ডাকাতির গপ্পো ফাঁদেন তিনি, খবর পুলিশ সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram