লকডাউনে উধাও গরমের চেনা ছবি! কমছে দূষণ, বাড়ছে শহরের বাতাসের গুণগত মান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2020 09:22 AM (IST)
উধাও দুষণ। ঝকঝকে আকাশ, আরও স্পষ্ট পাখির ডাক! রাস্তায় হাঁটছে ঘোড়া। লকডাউনে যেন এক অন্য কলকাতা। দূষণ নিয়ন্ত্রণের পর্ষদ বলছে, শহরের বাতাসের গুণগত মান এতটা বাড়েনি কখনও। আশঙ্কা একটাই, লকডাউন উঠলে কী হবে?