দেখুন: যেতে হবে না রোগীর কাছে, রোবটিক্স প্রযুক্তিতে করোনা চিকিৎসা কলকাতার বেসরকারি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2020 06:09 PM (IST)
এবার করোনা রোগীর দেখভাল করার জন্য রোবটিক প্রযুক্তি চালু হল সল্টলেক আমরি হাসপাতালে। এর মাধ্যমে ওয়ার্ডে না গিয়েও চলমান যন্ত্রের মাধ্যমে রোগীদের খোঁজখবর নিতে পারছেন চিকিৎসকরা।