করোনা আতঙ্ক! ডোনার বেহালার বাড়িতেই বসন্ত উত্সব পালন দীক্ষামঞ্জরীর
souravp@abpnews.in | 09 Mar 2020 12:18 AM (IST)
১৪ মার্চ নাচের অনুষ্ঠান রয়েছে। কিন্তু নোভেল করোনা ভাইরাস আতঙ্কের জেরে সেই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে সংশয়। এই অবস্থায় ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যশিক্ষা কেন্দ্র দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরা মহড়াতেই সেরে নিল বসন্ত উত্সব।