লকডাউন বৃদ্ধি কি সঠিক সিদ্ধান্ত? কী বললেন চিকিৎসক কুণাল সরকার?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২ সপ্তাহের জন্য দেশে বাড়ল লকডাউন। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদবৃদ্ধি। লকডাউন বৃদ্ধির নির্দেশিকা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। গ্রিন ও অরেঞ্জ জোনের জেলাগুলিতে কিছু ক্ষেত্রে ছাড়। অরেঞ্জ জোনে পেইড ট্যাক্সি-ক্যাব চলতে পারবে। ট্যাক্সিতে একজনই যাত্রী তোলা যাবে। ব্যক্তিগত গাড়িতে চালক-সহ ৩ জন উঠতে পারবে। টু হুইলারে সর্বাধিক ২ জন চড়তে পারবেন। গ্রিন জোনে ৫০ শতাংশ বাস চলতে পারবে। বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। ১৭ মে পর্যন্ত বন্ধ শপিং মল, স্কুল, কলেজ। ১৭ মে পর্যন্ত বন্ধ সিনেমা হল, ধর্মীয় প্রতিষ্ঠান। ১৭ মে পর্যন্ত ধর্মীয়, সামাজিক রাজনৈতিক জমায়েত বন্ধ। ১৭ মে পর্যন্ত রেল, মেট্রো, বিমান চলাচল বন্ধ। ১৭ মে পর্যন্ত বন্ধ হোটেল, রেস্তোরাঁ, জিম। ৩টি জোনেই ওপিডি-মেডিক্যাল ক্লিনিক খোলা থাকবে। সেক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। কনটেনমেন্ট জোনে এইসব ছাড় মিলবে না।