Manish Shukla's Murder Update: ‘রাজ্যপালকে জানিয়েছি যাতে তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়’, জানালেন মৃত মণীশ শুক্লের বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 09:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপির ৪ প্রতিনিধি দলের তরফে ব্যরাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ সাংবাদিকদের জানান, যেহেতু এই খুন পুলিশ ও তৃণমূলের গুণ্ডাদের যৌথ উদ্যোগে হয়েছে, পুলিশের অস্ত্র ব্যবহার হয়েছে তাই তাঁদের পুলিশের তদন্তের ওপর কোনও ভরসা নেই। এই তদন্ত যাতে সিবিআই করে, সেই আর্জি জানানো হয় রাজ্যপালের কাছে। রাজ্যপাল জানিয়েছেন সংবিধান মেনে যতটা করা সম্ভব তিনি করবেন, জানালেন অর্জুন সিংহ। পাশাপাশি মণীশ শুক্লের বাবা জানান, আমার ছেলের খুন পূর্বপরিকল্পিত। তাঁর অভিযোগ, থানায় মামলা দফারফার কথা বলে পুলিশ। পুলিশের ওপর ভরসা নেই, তাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, জানালেন মৃত বিজেপি নেতার বাবা।