সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েও কেন অভিনয় করা হল না শর্বরী দত্তর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2020 07:48 AM (IST)
বড় হয়েছেন সাংস্কৃতিক পরিবেশে। পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েও, সেই খবর পাননি। সেই শর্বরী দত্তর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে।