সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের, ১ জানুয়ারি পালিত হবে নাগরিক অধিকার দিবস
souravp@abpnews.in
Updated at:
20 Dec 2019 04:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাগরিক আইনের প্রতিবাদে ১ জানুয়ারি পর্যন্ত তৃণমূলের কর্মসূচি। ২৩ ডিসেম্বর, প্রত্যেক মহকুমায় তৃণমূল কংগ্রেসের মিছিল। ২৪ ডিসেম্বর, সিমলা স্ট্রিট-বেলেঘাটা তৃণমূল কংগ্রেসের মিছিল। ২৬ ডিসেম্বর, দমদমে আইএনটিটিইউসির পদযাত্রা। ২৭ ডিসেম্বর, সিঙ্গুর থেকে তারকেশ্বর কৃষক সংগঠনের মিছিল। ২৮-২৯ ডিসেম্বর, সব বিধানসভা কেন্দ্রে ধর্না। ১ জানুয়ারি, রাজ্য জুড়ে নাগরিক দিবস পালন।