RG Kar Case: অগ্নিমিত্রাকে দেখেই Go Back স্লোগান কেন? কী বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা? ABP Ananda Live
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়কের উদ্দেশে গো ব্যাক স্লোগান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের
আন্দোলনে রাজনীতির রং লাগাতে দেওয়া হবে না বলে দাবি জুনিয়র ডাক্তারদের। অবস্থানস্থলে নয়, যাচ্ছিলেন দলীয় কার্যালয়ে, দাবি অগ্নিমিত্রার।
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও। ঘেরাও করলেন জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়াদের একাংশ। 'এক ব্যক্তি এক পদ' দাবিতে অধ্যক্ষ ঘেরাও। 'একই ব্যক্তি কেন সহ-অধ্যক্ষ, হাসপাতালের সুপার এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স?' প্রশ্ন তুলেই অধ্যক্ষকে ঘেরাও করেছেন জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়াদের একাংশ।
কলকাতার বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেবেন বলে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। ছাত্রের বাবার অভিযোগ, ২০২১ সালে টাকা নিয়েও ওই পড়ুয়াকে ভর্তি করতে পারেননি বর্ধমান মেডিক্যাল কলেজের তৎকালীন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। টাকাও ফেরত দিতে চাননি। অভিযোগকারীর দাবি, সেইসময় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও সুরাহা মেলেনি। অবশেষে আদালতের দ্বারস্থ হন ছাত্রের বাবা। আদালতের নির্দেশে ২০২১-এ জলঙ্গি থানায় বিরূপাক্ষর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়। তবে এতদিন টাকা না দিলেও অভিযোগকারীর দাবি, গত সপ্তাহে বিরূপাক্ষর সঙ্গে যোগাযোগ করলে, তিনি ধাপে ধাপে টাকা ফেরতের আশ্বাস দেন এবং প্রথম ধাপে ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন। বিরূপাক্ষ বিশ্বাসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।