মালদা: খানাখন্দে ভরা বেহাল জাতীয় সড়ক! আধিকারিককে নিয়ে গিয়ে রাস্তার হাল দেখাল যুব তৃণমূলের সদস্যরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2020 06:10 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩৪ নং জাতীয় সড়কের হাল বেহাল। জাতীয় সড়ক সারাইয়ের দাবিতে বিক্ষোভ। পুরাতন মালদার এনএইচএ অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা যুব তৃণমূলের। আধিকারিককে নিয়ে গিয়ে দেখানো হয় রাস্তার হাল। কাল থেকে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন, দাবি যুব তৃণমূলের। কাল থেকেই শুরু রাস্তা সারাইয়ের কাজ, জানাল কর্তৃপক্ষ।