ডোমকলে তৃণমূল নেতাকে বোমা মেরে ‘খুনের চেষ্টা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2019 09:42 AM (IST)
মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতাকে বোমা মেরে খুনের চেষ্টার অভিযোগ। গতকাল রাত ৮টা নাগাদ বাড়ির কাছেই দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন জুড়ানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান সফিয়া বিবির স্বামী সফিকুল ইসলাম। অভিযোগ, সেসময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা। তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ