ভাঙচুর, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে নিগ্রহের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে, বহরমপুর কোভিড হাসপাতালে ধুন্ধুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2020 02:44 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মুর্শিদাবাদের বহরমপুর কোভিড হাসপাতালে মৃত্যু তৃণমূল নেতার। মৃতের পরিবারের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুর, চিকিত্সক-স্বাস্থ্য কর্মীকে নিগ্রহের অভিযোগ। আটক চার। হাসপাতাল সূত্রে খবর, গতকাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডল জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন।অভিযোগ, নিয়ম অগ্রাহ্য করে রোগীকে নিয়ে করোনা রোগীদের সিসিইউ ওয়ার্ডে ঢুকে পড়েন পরিবারের সদস্যরা। বাধা দেওয়ায় সিসিইউ ওয়ার্ডে ভাঙচুর, এক চিকিত্সক ও নিরাপত্তারক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সকালে ওই কোভিড হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল নেতার। করোনা পরিস্থিতিতে এধরনের ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানান তৃণমূল জেলা সভাপতি।