Corona: রাজ্যে আজও ১৮ হাজারের উপরেই করোনা সংক্রমণ, গতকালের তুলনায় সংখ্যা বাড়ল ৫৮৯ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই। টানা দু'দিন ১৮ হাজারের বেশি দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা বাড়ল ৫৮৯। রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯। কলকাতায় (Kolkata) ৭ হাজারের উপরেই রইল দৈনিক সংক্রমণ।
সামনে পুরনির্বাচন। সংক্রমণ বন্ধে দু'মাস সবকিছু স্থগিতের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বাগত জানালেন চিকিৎসকরা।
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারে সংসদীয় এলাকায় সব রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ। বাজারে ক্রেতা, বিক্রেতার ডবল মাস্ক বাধ্যতামূলক। বিধি পালনের নির্দেশ অভিষেকের।
দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ডবল ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু।
এবার করোনা থাবা রেল পরিষেবায় (Rail Service)। গত ১ সপ্তাহে পূর্ব রেলের এক হাজারের বেশি কর্মী কোভিড (COVID-19) আক্রান্ত। হাওড়া, মালদা, শিয়ালদা, আসানসোল ডিভিশনের কর্মীরা কোভিড আক্রান্ত।
কামারহাটিতে (Kamarhati) সোনার দোকানে ঢুকে গুলি! গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এক ব্যক্তি দোকানে ঢুকে, বচসার পর গুলি চালায় বলে অভিযোগ। গুলিচালনার ঘটনায় এলাকায় আতঙ্ক।
কাশ্মীরে (Kashmir) তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে চারদিক। শ্রীনগর, সোপিয়ান, লাহুল স্পিতিতে শুধুই বরফ। উত্তরকাশীতেও প্রবল তুষারপাত।