Duare Ration: রাজ্যে দুয়ারে রেশন, তবে বাড়িতে নয়, ৫০০ মিটার পর পর থাকবে গাড়ি | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2021 10:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে চালু দুয়ারে রেশন (Duare Ration)। দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন ডিলাররা। মাইনে ১০ হাজারের অর্ধেক দেবে রাজ্য।
বাড়িতে নয়। ৫০০ মিটার পর পর দুয়ারে রেশনের গাড়ি। জানাতে হবে আগে থেকে। নতুন গাড়ির জন্য এক লক্ষ টাকা দেবে রাজ্য।
আগরতলার জন্য ইস্তেহারে নবরত্ন প্রকল্প তৃণমূলের (TMC)। বাতিল হবে জল কর। মহিলা সুরক্ষার প্রতিশ্রুতি।
নারদ মামলায় ফিরহাদ (Firhad Hakim), মদন (Madan Mitra), শোভনের (Sovan Chatterjee) অন্তর্বর্তী জামিন। নগর দায়েরা আদালতের স্পেশাল ইডি (ED) কোর্টে হাজিরা।
পঞ্চায়েত দফতরের দায়িত্ব নিলেন পুলক রায়। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পর পঞ্চায়েত মন্ত্রী হন তিনি। এদিন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করেন তিনি।