Mamata Banerjee: রবিবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে দু'দিন থেকে গন্তব্য কার্শিয়ং | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Oct 2021 09:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেলবন্দি ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে শাহরুখ খান (SRK)। গ্রেফতার হওয়ার ১৯দিন পর সাক্ষাৎ। বাবা ও ছেলের মধ্যে মিনিট পনেরো কথা।
ছেলের সঙ্গে দেখা করে জেল থেকে ফিরতেই শাহরুখের বাড়িতে এনসিবি (NCB)। নোটিস ধরাল ম্যানেজার পূজাকে। আরিয়ান সংক্রান্ত সমস্ত তথ্য তলব।
এখনই জেলমুক্তি নয় শাহরুখ-পুত্রের। বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আর্জির শুনানি পিছল ২৬ তারিখ পর্যন্ত।
আরিয়ানের পর এনসিবি-নজরে চাঙ্কি পাণ্ডের মেয়েও। মাদককাণ্ডে বাড়িতে তল্লাশির পর দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ। কাল ফের তলব। বাজেয়াপ্ত ফোন-ল্যাপটপ।
রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে দু'দিন থেকে যাবেন কার্শিয়ং। ২৮ অক্টোবর বাগডোগরা থেকে যাবেন গোয়া। ফিরবেন ১ নভেম্বর।