Passport Scam: পাসপোর্ট জালিয়াতি চক্রে পুলিশি তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারক | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পাসপোর্ট জালিয়াতি চক্রে পুলিশি তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারক। পুলিশের তদন্তকারী আধিকারিককে পড়তে হল বিচারকের ভর্ৎসনার মুখে। রীতিমতো কড়া ভাষায় মন্তব্য করলেন বিচারক।

আরও খবর...

বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার। বিচার ছাড়াই সন্ন্যাসীকে বন্দি রাখা যাবে, এটাই মনে করছে তারা। সন্ন্যাসীকে বন্দি রাখার ঘটনা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে, এমনটাই অভিযোগ করেছেন বন্দি সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ।বিচারবিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। 'আমি অসুস্থ না থাকলে ২ জানুয়ারি সন্ন্যাসীর শুনানির দিন যাবই। যদি যেতে না পারি আইনজীবী ঠিক করে দেব, লড়বই', ঘোষণা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। 'চিন্ময়কৃষ্ণ দাস দেশের জন্য ভাল কাজ করেছেন। তিনি কেন জেলে থাকবেন? আইনজীবীরা কেন জেলে থাকবেন? যাতে বিচার প্রক্রিয়া চালু রাখা না যায় তাই জন্যই এসব করা হচ্ছে,' অভিযোগ রবীন্দ্র ঘোষের। তবে যাই হোক না কেন লড়াইয়ের ময়দান তিনি ছাড়বেন না। বর্ষীয়ান আইনজীবী বলছেন, 'লড়েছি যখন লড়বই। ভাল কাজের জন্য কেউ ক্ষুব্ধ হলে আমার কিছু যায় আসে না।' সক্রেটিসের প্রসঙ্গ টেনে বলেন আসল সত্য তিনি উদঘাটন করবেন। অতীতের আক্রমণ প্রসঙ্গে তিনি বলেছেন, 'শুধু শারীরিক ভাবে নয়, মৌখিক ভাবেও আক্রমণের শিকার হয়েছি। ধর্মের কারণেই এসব হচ্ছে। অবিলম্বে বন্ধ হওয়া জরুরি।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram