নজরে ৯ চটজলদি: দাদার বাড়িতে দিদি, সঙ্গে অন্য় খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2021 09:50 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫০ শে পা দিলেন মহারাজ। বাড়িতে গিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। ফুল, মিষ্টি উপহার। এখন পুরোপুরি সুস্থ। করোনার কারণে উৎসব নয়। জানালে বিসিসিআই প্রেসিডেন্ট।
সৌরভের জন্মদিনে চমক সচিনের। মহারাজের জন্মদিনে বাংলায় শুভেচ্ছাবার্তা। সচিনের ট্যুইট, "আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছৎ কামনা করি।"
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বার্লা (John Barla)। পৃথক রাজ্যের প্রশ্নে তিনি বলেন, "জণগনের চাহিদা দমানো যাবে না।" পাল্টা কটাক্ষ সৌগত রায়ের (Saugata Roy)।
"অমিত শাহের (Amit Shah) অভিভাবকত্বে কাজ করতে সুবিধা হবে।" কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে প্রতিমন্ত্রী হয়ে বললেন নিশীথ প্রামাণিক। "অচল পয়সা সচল হয় না।" কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।