West Bengal: আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2021 09:44 PM (IST)
আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ নয়। ইন্টারভিউয়ের পর তৈরি রাখতে হবে প্যানেল। নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিযোগদকারীদের তথ্যভাণ্ডার পেশের নির্দেশ। তিন মাস পরে শুনানি।
প্রকাশিত এবছরের মাধ্যমিকের ফল। পাশের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। উত্তীর্ণ হয়েছেন ১০০% পরীক্ষার্থী, জানালেন পর্ষদ সভাপতি।
মেধা তালিকা প্রকাশ না হলেও, এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন ৭৯ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৭। প্রথম বিভাগে পাশ করেছেন ৯০%-এরও বেশি পরীক্ষার্থী। ফল জানা যাচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইটে।
তমলুকের সভা থেকে এসপিকে হুমকি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিপর্যয় মোকাবিলা আইনে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের।