নজরে ৯ চটজলদি: আজও জামিন হল না আরিয়ানের, আগামীকাল ফের শুনানি | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2021 10:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাদককাণ্ডে মুম্বই সেশসনস কোর্টে আজও জামিন হল না শাহরুখ পুত্রের। কাল শুনানি।
কৃষক হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ঘাতক গাড়িতেই ছিলেন মন্ত্রী পুত্র আশিস মিশ্র। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে দাবি, এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন এই ঘটনায় ধৃত অন্য় গাড়ির চালক। লখিমপুরের ঘটনায় ধৃত বেড়ে ছয়।
লখিমপুর কাণ্ডের প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করল কংগ্রসেরে প্রতিনিধি দল। রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও একে অ্যান্টনির মতো প্রবীন কংগ্রেস নেতারা।
লখিমপুর কাণ্ডে প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফার দাবি জানালেন শরদ পাওয়ার। লখিমপুর কাণ্ডকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিরোধীরা। পাল্টা অভিযোগ বিজেপির।