Narendra Modi: ১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব : নরেন্দ্র মোদি
ABP Ananda LIVE: কাশ্মীর বেছে বেছে হিন্দু নিধন, প্রত্যাঘাতের হুঙ্কার মোদির । 'কী শাস্তি হতে চলেছে, কল্পনাও করতে পারবে না ষড়যন্ত্রকারীরা' । 'হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত'। পহেলগাঁওকাণ্ডে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর । '১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব'। হামলাকারীদের কল্পনাতীত সাজা দেব, হুঙ্কার প্রধানমন্ত্রীর
আরও খবর..
নিহত বাঙালি পর্যটকের বাড়িতে বিরোধী দলনেতা । নিহত বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী । নিহত পর্যটকের পরিবারের পাশে থাকার বার্তা শুভেন্দুর'ভারতীয়-হিন্দু বলেই খুন করা হয়েছে' । 'ডেমোগ্রাফি দেখে কাশ্মীর যান' . যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে ঘুরতে যান' । 'যা মুর্শিদাবাদ, তাই কাশ্মীর' । 'মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দুদের ওপর হত্যা'। 'হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন কেন?' । 'কেন পুলিশ পালিয়ে গেল মুর্শিদাবাদে, কেন লুকিয়ে পড়ল দোকানে?'। 'কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়' । 'সেনার গাফিলতি থাকলে তদন্ত করে দেখা হবে'। 'প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন' । আমরা বদলা চাই, ২৬-এর বদলে ২৬০ টা মুন্ডু চাই' । আমরা চাই গাজার মতো পাকিস্তান শেষ করতে' ২৬০ জিহাদিকে মেরে বদলা নিয়ে দেখাক ভারতীয় সেনা' । 'পাকিস্তানের মদতে পরিকল্পিত হামলা, পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া উচিত'