নজরে ৯ চটজলদি: ত্রিপুরায় গ্রেফতার সায়নী, আক্রান্ত তৃণমূল | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগরতলায় খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূলের সায়নী ঘোষ (Saayoni Ghosh)। "বিজেপির দলদাস পুলিশ"। আক্রমণ কুণালের (Kunal Ghosh)। "সঠিক পদক্ষেপ"। পাল্টা ত্রিপুরা বিজেপি (BJP)।
হোটেলে হানা পুলিশের। সায়নীকে জিজ্ঞাসাবাদের সময় আগরতলায় পূর্ব মহিলা থানায় তাণ্ডব। হেলমেট পরে হামলা। ইটবৃষ্টি । একাধিক গাড়িতে ভাঙচুর। মাথা ফাটল তৃণমূল কর্মীর।
বিমান অবতরণে অনুমতি দেয়নি ত্রিপুরা সরকার। কাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। ট্যুইট তৃণমূল কংগ্রেসের। "নির্লজ্জ বিপ্লব দেব সরকার"। আক্রমণ অভিষেকের। "সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল"। পাল্টা বিজেপি।
ত্রিপুরা আগরতলায় পূর্ব মহিলা থানা চত্বরের মধ্য়ে ফের আক্রান্ত তৃণমূল। থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কুণাল ঘোষ সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা। দুষ্কৃতী হামলায় রক্তাক্ত সাংবাদিক।