Najare 9 : সিবিআই নজরে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিটফান্ড-তদন্তে ফের সক্রিয় CBI। কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে ধৃত রাজু সাহানি ঘনিষ্ঠ কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী ও তাঁর দাদা বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। রবিবার একসঙ্গে ৭টি জায়গায় তল্লাশি সিবিআই-এর।
বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর একাধিক ঠিকানায় সিবিআই হানা। হালিশহরের পৈতৃক বাড়ি থেকে হালিশহর স্টেশন রোডের অপর একটি বাড়ি, মূল অফিস, দিনভর ম্যারাথন অভিযান সিবিআই-এর।
চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিত্ শিকদার নামে হালিশহরের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাল সিবিআই।
সিবিআই নজরে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান। বীজপুরের বিধায়কের ভাই কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি। রাজুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও চিটফান্ডকাণ্ডে যোগ নেই বলে দাবি।