✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Nojore 9ta: নরেন্দ্র মোদির সফরের মধ্যেই ভয়াবহ সেতু বিপর্যয়, একাধিক প্রাণহানি। Bangla News

ABP Ananda   |  30 Oct 2022 11:49 PM (IST)


গুজরাতে নরেন্দ্র মোদির সফরের মধ্যেই ভয়াবহ সেতু বিপর্যয়। মোরবিতে কেবল সেতু ছিঁড়ে মাচ্ছু নদীতে পড়ে গেলেন প্রায় ৪০০ জন। 


মেরামতির চার দিনের মধ্যে খুলে দেওয়া হয়েছিল গুজরাতের মোরবির সেতু। ঝুলন্ত সেতুর ওপর ভিড় ছিল কয়েকশো মানুষের। তখনই আচমকা কেবল ছিঁড়ে বিপর্যয় ঘটে।

গুজরাতে সেতু বিপর্যয়ের পর শুরু হয়েছে উদ্ধারকাজ। সেতুর ছিঁড়ে যাওয়া কেবল ধরে বাঁচার চেষ্টা করতে দেখা যায় অনেককে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।  


গুজরাতে সেতু বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে জানাল প্রধানমন্ত্রীর দফতর। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন মোদি।


গুজরাতে নির্বাচনের মুখে সেতু বিপর্যয় । নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু, দাবি কংগ্রেসের। নেপথ্যে দুর্নীতি, সিবিআই তদন্ত দাবি আপের। 


অকারণে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। সম্মান চলে গেলে ফিরে পাওয়া যায় না। আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর। 


একশ্রেণির মানুষ গণতান্ত্রিক শক্তিকে কুক্ষিগত করছে। এরকম চললে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। মন্তব্য মুখ্যমন্ত্রীর। 


দুর্নীতি করে সম্মান রক্ষা হয় না, প্রতিক্রিয়া বিকাশের। বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টির চেষ্টা, অভিযোগ অধীরের। দুর্নীতির বিরুদ্ধে বিচারব্যবস্থার পদক্ষেপে আতঙ্কিত মুখ্যমন্ত্রী, কটাক্ষ শুভেন্দুর। 


নৈহাটির কাছে এবার শিবদাসপুরে দুষ্কৃতীরাজ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর। আহত আরও ১। এলাকায় উত্তেজনা।


নৈহাটিতে এখনও অধরা দুষ্কৃতীরা। অভিযুক্তর বাড়ি ভাঙচুর। মাদক কারবারের প্রতিবাদ করায় খুন জাকির। দাবি স্থানীয়দের।  


নৈহাটিতে দুষ্কৃতীদের গুলিতে তৃণমূলকর্মীর মৃত্যু। রাজ্যজুড়ে বোমা-বন্দুকের রাজনীতি করছে তৃণমূল। আক্রমণ দিলীপের। পদক্ষেপ করছে পুলিশ, পাল্টা তৃণমূল।


বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় নন্দকুমার থানায় মামলা কাঁথির এক আইনজীবীর।


কালীপুজোর উদ্বোধনে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা বিরোধী দলনেতার বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। চাঞ্চল্যকর দাবি করল বেঙ্গল এসটিএফ। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

৫ নভেম্বর নবান্নে শাহি-বৈঠকে স্থগিত হওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের। দল সামলান, পাল্টা শান্তনু।


তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই খুন হলেন অভিযোগকারী বিজেপি কর্মী। মালদার গাজোলের ঘটনা। তৃণমূল প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ অস্বীকার প্রধানের। 


প্রায় দেড়দিন পার। এখনও নিখোঁজ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ রবিলাল। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এদিন নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসীরা।


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি গোঁফ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, উদয়ন গুহ। পাল্টা, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হাড়গোড় ভেঙে, বস্তায় ভরে কলকাতায় পাঠিয়ে দেওয়ার হুমকি দেন, দিনহাটা টাউনের বিজেপি সভাপতি। বিজেপি নেতার এই মন্তব্যের প্রতিবাদে, আজ তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। >>


সুকান্তর মুখে ফের ডিসেম্বর-ডেডলাইন। তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে। নৈহাটিকাণ্ডে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা, বছর ২৫-এর গৃহবধূ সোমা দাসের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।


উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ডেঙ্গির দোসর ম্যালেরিয়া। ২ মাসে ম্যালেরিয়া বেড়েছে ৩ গুণের বেশি। রাজ্যের রিপোর্টে উল্লেখ। ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক।


১০০ টাকা ধার শোধ করতে না পারায় নরেন্দ্রপুরে মদের আসরে বন্ধুকে ছুরি মেরে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অধরা ১।


পশ্চিম মেদিনীপুরের ডিএভি ঘাটে ছট উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন বিপত্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া সহ জেলাশাসক, পুলিশ সুপাররা। আচমকা মঞ্চের ওপরের অংশ ভেঙে পড়ে। তাতে আহত হন একজন। তবে জুন মালিয়ারা রক্ষা পেয়েছেন। নিরাপত্তারক্ষীরা জুন মালিয়াকে তড়িঘড়ি বের করে নিয়ে যান।  


ডাকাতির ছক বানচাল করল মালদার মানিকচক থানার পুলিশ। ৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ঝাড়খণ্ডের দুই বাসিন্দা। ডাকাতির উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা মানিকচকে এসেছিল বলে পুলিশের দাবি। দলের বাকিদের খোঁজ চলছে।


মুর্শিদাবাদের সালারে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার দলের ব্লক সহ সভাপতি-সহ ৩ জন। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

মদের আসরে খুনের অভিযোগ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় শিমূলপুর হাজরাতলা এলাকায় জবা বাগান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের দাবি, মদের আসরে বচসার জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  


 

  • হোম
  • টিভি শো
  • নজরে ৯টা চটজলদি
  • Nojore 9ta: নরেন্দ্র মোদির সফরের মধ্যেই ভয়াবহ সেতু বিপর্যয়, একাধিক প্রাণহানি। Bangla News

TRENDING VIDEOS

বোর্ডের নির্দেশে KKR থেকে ছাঁটাই মুস্তাফিজুর,রোহিত-কোহলিদের বাংলাদেশ সফরও ভেস্তে যেতে পারে?4 Hour ago

'আমাকে মেদিনীপুরে লড়তে না দেওয়ার পরিণাম ভুগতে হয়েছে সবাইকেট, শাহের সঙ্গে বৈঠকের পরই সক্রিয় দিলীপ ঘোষ18 Hour ago

'তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত আঘাত তত শক্তিশালী হবে দল', হুঙ্কার অভিষেকের, পাল্টা শুভেন্দু19 Hour ago

নতুন বছরে চাকরির পরিবর্তন ? মানসিক যন্ত্রণা থেকে মুক্তি ? মীনের কেমন কাটবে ২০২৬ ?1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.