Speed News: ‘নিধিরাম সর্দার করে রেখেছে’, বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন সিংহ। অর্জুনের নিশানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। “তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না। রাজ্য বিজেপি নেতৃত্ব সোশাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন। বঙ্গ বিজেপির অনেকেই দলের ভাল চায় না। আমায় পদ দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, কালি দেওয়া হয়নি। ২০১৯-এর ভোটে এক নেতা বলেছিলেন অর্জুনকে হারাতে হবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছে।’’ বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংহর।
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা। বিক্ষুব্ধরা। নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান বয়কট করছে বামেরা। সন্ত্রাসের অভিযোগে শপথ বয়কট বামেদের। নতুন মুখ্যমন্ত্রীর শপথের সময় গরহাজির ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। শপথ গ্রহণের সময় ছিলেন না অপর মন্ত্রী রামপ্রসাদ পাল।
গড়ফায় টিভি সিরিয়ালের অভিনেত্রীর রহস্যমৃত্যু। ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। ‘আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী দে’ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, জানাল পুলিশ। কেন আত্মহত্যা করলেন অভিনেত্রী? কেউ কি প্ররোচনা দিয়েছিলেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানাল পুলিশ। পল্লবী দে’র লিভ-ইন-পার্টনারকে গড়ফা থানায় জিজ্ঞাসাবাদ।