Tiger Fear : ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে? সমাপ্তি বাঘ-বন্দি খেলার?

Continues below advertisement

ABP Ananda LIVE : অবশেষে বাগে বাঘিনী ? ঘুমপাড়ানি গুলিতে বাগে বাঘিনী ? বাঁকুড়ার রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি। ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে ? এখনও কোনও খবর নেই বন দফতরের।

 

খাগড়াছড়ির পর নড়াইল, বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ, খুন ! বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা, এবার গণধর্ষণ-খুন ! নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ ! শান্তির নোবেল প্রাপকের শাসনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ! 'ইউনিয়ন পরিষদের সদস্যাকে ডেকে পাঠিয়ে গণধর্ষণ।' নির্যাতিতার মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুনের অভিযোগ: বাংলাদেশ প্রতিদিন। গতকাল যশোর জেনারেল হাসপাতালে ৫২ বছরের ওই হিন্দু মহিলার মৃত্যু। হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের খবর সোশাল মিডিয়ায় রিপোস্ট রাধারমণ দাসের, ভয়েস অফ বাংলাদেশি । হিন্দুসের পোস্ট রি-পোস্ট ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্টের। গণধর্ষণের ঘটনা স্বীকার করেছেন নড়াইল সদর থানার OC।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram