Speed News: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা-যোগ, হলদিয়ায় বাড়ি মাস্টারমাইন্ড আনসার-এর|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএন্টালিতে চিটফান্ডের পর্দাফাঁস। কোটি টাকা প্রতারণার অভিযোগে নাসিক থেকে গ্রেফতার চিটফান্ডের কিংপিন লিজা মুখোপাধ্যায়। স্কুল, বিউটি পার্লার, ট্রেনিং ইনস্টিটিউট, গিফট শপের নামে ‘প্রতারণা’। তার নামে সাধারণ মানুষের কোটি কোটি আত্মসাতের অভিযোগ। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে অভিযুক্তকে।
ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেতার জামিন। ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণের পরে জামিন মেলে। জামিন-অযোগ্য ধারা যুক্ত করার পুলিশের আবেদনও আদালতে খারিজ।
দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা-যোগ । সুখেন সরকার, সুরেশ, সুজিত-সহ একই পরিবারের ৫জন গ্রেফতার। হলদিয়ায় বাড়ি দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের ।
আনিস খানের মৃত্যু (Anish Khan Death) তদন্তে আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট পেশ করল রাজ্য। মুখবন্ধ খামে ৮২ পাতার বিশাল রিপোর্ট পেশ সিটের (SIT)। হায়দরাবাদ ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট এসেছে। কলকাতার ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট আসা বাকি আছে। তদন্ত প্রায় শেষ। চার্জশিট পেশ করার দোরগোড়ায় আছি আমরা। রিপোর্টে উল্লেখ সিটের । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।