Fake Passport News: ২ বছরে প্রায় ১৫ লক্ষ টাকা লেনদেন ? পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ভূত । ধৃত প্রাক্তন SI আব্দুল হাইয়ের সঙ্গে 'কিংপিন' সমরেশ বিশ্বাসের লেনদেন' । ২ বছরে প্রায় ১৫ লক্ষ টাকা লেনদেন, পুলিশ সূত্রে খবর । 'সমরেশের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় প্রাক্তন SI-এর অ্যাকাউন্টে টাকা যেত' । 'পাসপোর্ট ভেরিফিকেশনের রেট ছিল মাথা পিছু ২০-২৫ হাজার' । ৫১ জনের বেআইনি ভেরিফিকেশন করেছিলেন প্রাক্তন SI, পুলিশ সূত্রে খবর

আরও খবর...

জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার। প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে: সূত্র। নিয়ম অনুুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা। জোড় তারিখে ফাইল এলে, ভেরিফিকেশন করে সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোড় তারিখে ফেলার চেষ্টা করত চক্র: সূত্র।

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই। মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান মমতা দি। পুলিশকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই!' মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram