Speed News: ‘পঞ্চায়েত ভোট এবার বিরোধী শূন্য করুন’, মন্তব্য মহিষাদলের তৃণমূল বিধায়কের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘পঞ্চায়েত ভোট এবার বিরোধী শূন্য করুন’। ডাক দিলেন মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর। ভিডিও বার্তা আপলোড করলেন ফেসবুকে। ‘দলীয় কর্মীদের সংগঠিত করতে এ কথা বলেছি’। বিতর্কের মুখে যুক্তি শাসক বিধায়কের। এই নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
জুনে জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন: সূত্র। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরে জুনে ভোটের সিদ্ধান্ত: সূত্র।
‘শূন্য পাওয়া মানেই বামেরা ঘুরে দাঁড়াতে পারবে না, এমন নয়। আমি বামপন্থী ছিলাম, আছি, থাকব’। ডিওয়াইএফআইয়ের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য সব্যসাচী চক্রবর্তীর। ১২ মে থেকে শুরু হতে চলেছে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সর্বভারতীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সব্যসাচী চক্রবর্তী