Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Speed News: চাকরির দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ নার্সিং চাকরিপ্রার্থীদের ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্র পেট্রোলে ৮ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে, ডিজেলে ৬ টাকা। রাজ্যে পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা ছাড়, ডিজেলে ২ টাকা ৩ পয়সা ছাড়। কেন্দ্র আমাদের পাওনা টাকাও দেয় না। কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়, মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়। রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়, সেখানে বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, আমরা সেই টাকাও পাই না। মন্তব্য মুখ্যমন্ত্রীর।
সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা পেট্রোল-ডিজেল না কেনার হুঁশিয়ারি, ক্ষতির মুখে পড়ায় ডিপো থেকে তেল না কেনার হুঁশিয়ারি পাম্প মালিকদের।
এরকম এত নিন্মমানের কাজ হিটলার, স্ট্যালিনও করেনি। যা চলছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে, যেখানে পারছে ঘরবাড়ি ভাঙছে। আমাদের না জানিয়ে ঘর বাড়ি ভাঙছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অটোনমি দেওয়া হোক। স্বশাসিত হোক কেন্দ্রীয় এজেন্সি, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এজেন্সির রুল থেকে দেশকে বাঁচাতে হবে এটাই একমাত্র রাস্তা। মন্তব্য মুখ্যমন্ত্রীর।
চাকরির দাবিতে আজ সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন নার্সিং এর চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ৫ হাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও চাকরি দেওয়া হয়েছে ২ হাজার জনকে। ইন্টারভিউয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পাননি বলে বিক্ষোভকারীদের দাবি। দফায় দফায় আলোচনা হওয়ার পরও পাওয়া যায় নি কোন সমাধান সূত্র। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি আন্দোলনকারীদের। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন বিক্ষোভকারী।