Speed News: বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়! নাম না করে কুণাল ঘোষকে বার্তা ? | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না’। ‘কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই’। নাম না করে কুণাল ঘোষকে বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের?। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের
বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু, কাশীপুরে ধুন্ধুমার। রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপি যুব মোর্চা নেতার দেহ উদ্ধার ঘিরে তুলকালাম।প্রায় সাড়ে ৫ ঘণ্টা পরিত্যক্ত ঘরের দরজা আটকে বিজেপি কর্মীদের বিক্ষোভ। দু’বার দেহ উদ্ধারে এসে ব্যর্থ হয়ে ফিরতে হয় পুলিশকে। জোর করে বাধা সরিয়ে দেহ ময়নাতদন্তের জন্য আরজি করে নিয়ে যায় পুলিশ।
‘বাংলার সমস্যা সমাধানে ৩৫৬ ধারা বা সিবিআই দাওয়াই নয়। এভাবে সমস্যার সমাধান হবে না দলের নেতৃত্বের একটি অংশ দাবি করে ৩৫৬ ধারাই একমাত্র দাওয়াই। কেউ কেউ সিবিআইকে আরও সক্রিয় করে তোলার আর্জি জানান। ‘৩৫৬ বা সিবিআই দাওয়াই নয়। একটা সরকার কিছুদিন হল এত শক্তি নিয়ে ক্ষমতায় এসেছে। তার সঙ্গে যা খুশি করা যায় না।' বার্তা অমিত শাহের।