Bagladesh News:হিন্দু হলেই বাংলাদেশে নেই রেহাই।জঙ্গিরা জেলমুক্ত, গারদে সন্ন্যাসীরা!দিকে দিকে বিক্ষোভ
Suvendu Adhikari: জ্বলছে বাংলাদেশ। লাগাতার হামলা চলছে হিন্দুদের উপর। সন্ন্যাসী মুক্তির দাবিতে আজ পেট্রাপোলে বিক্ষোভ। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক দিয়েছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতিও। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সাধু-সন্তরা।
আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।
'আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে', আদালতে জানাল সিবিআই। 'CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর
'জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি ? কোনও নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি', আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'সরকারি চাকুরে পালানোর বিষয় নেই', আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর। 'অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি', আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের।