Speed News: এক বছরের মধ্যেই বিজেপি ছাড়লেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে। আর দিলেও যাতে বিরোধী প্রার্থী ভোট না পান তা নিশ্চিত করতে হবে। কর্মী-সমর্থকদের নির্দেশ ডোমজুড়ের বিধায়ক ও তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষের। শাসকদলের বিধায়কের এই হুঁশিয়ারি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। শাসকদলের বিধায়কের এই হুঁশিয়ারি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি।
তৃণমূল সরকারের ১১ বর্ষপূর্তির আগের দিনই বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা"। ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য।
একবছরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হল সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে, এই মুহূর্তে দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই: সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।