Abhishek Banerjee: 'পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন?' কুণালের উল্টো সুর অভিষেকের মুখে
RG Kar News: 'আর জি কর কাণ্ডে যে যে শিল্পী মুখ্যমন্ত্রীকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন... তাঁদের বয়কট করুন।' গত সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের এই বক্তব্য সম্প্রচারিত হয়। এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ট্যুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ?' বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের এই বক্তব্য ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে।
জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ । সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ চট্টগ্রাম আদালতে । রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত । সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার । অসুস্থ আইনজীবী রবীন্দ্র ঘোষের জায়গায় আজ লড়তে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য । অপূর্ব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন আরও ১০ জন আইনজীবীর টিম । শুনানি হলেও জামিনের আবেদন খারিজ হওয়ায় হতাশ আইনজীবীরা আদালত ছাড়লেন । আশায় ছিলাম, হতাশ হলাম, প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।