TMC Agitation: প্রার্থী-অসন্তোষে কোথাও জ্বলল টায়ার, কোথাও রাস্তা অবরোধ TMC কর্মী-সমর্থকদের | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2022 11:48 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরভোটে প্রার্থী নিয়ে বিক্ষোভ ছড়াল ১৯টি জেলায়। মহেশতলায় পুলিশের লাঠিচার্জ, বর্ধমানে নামল র্যাফ। বিষ্ণুপুরে (Bishnupur) জাতীয় সড়ক অবরোধ।
৭টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীবদলের দাবি, কামারহাটিতে বাস, অটো, টোটো বন্ধ করে বিক্ষোভ। কারখানাও বন্ধের হুঁশিয়ারি আইএনটিটিইউসি-র (INTTUC)।
টিকিট না পেয়ে কান্নায় ভাঙলেন তৃণমূল (TMC) কর্মী। হুগলি (Hooghly) তৃণমূল সভাপতির বাড়িতে গিয়ে ধর্না।
প্রার্থী নিয়ে বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতিই বিক্ষোভের মুখে। বাঁকুড়ায় রাজ্য সড়ক অবরোধ।
বিজেপি ছেড়ে সদ্য দলে যোগ দেওয়াকেও কেন টিকিট? প্রশ্ন তুলে উত্তর ব্যরাকপুরে বিক্ষোভ। ভাটপাড়া-কাঁকিনাড়ায় অবরোধ।