Satabdi Roy Didir Doot: রামপুরহাটে প্রশ্নের মুখে TMC সাংসদ শতাব্দী রায়
ABP Ananda | 24 Jan 2023 12:22 AM (IST)
রামপুরহাটে দিদির দূত (Didir doot) হয়ে, গ্রামে গিয়ে, ফের গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। অন্যদিকে, খয়রাশোলের হজরতপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে সামনে পেয়ে একাধিক অভিযোগে সরব হন গ্রামবাসীরা। এদিনই দিদির দূত নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।