Ukraine Russia War: ক্রমাগত রুশ হানায় বিপর্যস্ত ইউক্রেন, ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা। কিভ, খারকিভ শহরে রাশিয়ার বোমা, ক্ষেপণাস্ত্র হানা। কিভের কাছে রুশ হামলায় অন্তত ৬ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। সেফ প্যাসেজে যাওয়ার পথেও রুশ সেনার হামলার অভিযোগ।
রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন! ইউক্রেনের মধ্যস্থতাকারী ডেনিস কিরেভ খুন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে খুন করা হয়েছে বলে অভিযোগ।
ইউক্রেনে ঘর ছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ, জানাল রাষ্ট্রপুঞ্জ। শতাব্দীর সব থেকে বড় শরণার্থী সঙ্কট তৈরি হতে চলেছে বলে মন্তব্য রাষ্ট্রপুঞ্জের।
খারকিভে কোনও ভারতীয় আটকে নেই, ১৩ হাজারের বেশি ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে, জানাল বিদেশমন্ত্রক।
রুশ আগ্রাসনের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ। জর্জিয়ায় যুদ্ধবিরতি মিছিল। প্রাগ শহরেও রুশ হামলার প্রতিবাদে পথে নামেন সাধারণ মানুষ।